কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের ক্ষুদ্রতম একক। এটি আত্মপ্রজননশীল, বৈষম্যভেদ্য পর্দা দিয়ে পরিবেষ্টিত নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম দিয়ে গঠিত এবং পূর্বতন কোষ থেকে সৃষ্ট হয়ে থাকে।