তাপগতিবিদ্যার ১ম সূত্র:
কোনো বদ্ধ সিস্টেম বা ব্যবস্থায় তাপশক্তি প্রদান করা হলে তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে আর কিছু অংশ কাজ সম্পাদনে ব্যবহৃত হয়। সূত্রটি লিখা হয়ে এই ভাবেঃ dQ=dU+dW
এইখানে প্রদানকৃত তাপ dQ, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি dU, আর সম্পাদিত কাজ হচ্ছে dW
এইটি শক্তির সংরক্ষণ সূত্রের একটি রূপ, যার অর্থ কোন সিস্টেমে তাপ শক্তি অন্য কোন শক্তিতে রূপান্তরিত হলে অথবা অন্য কোন শক্তি তাপে রূপান্তরিত হলে সিস্টেমের মোট শক্তির পরিমাণ একই থাকে।
আবার জুল বলেছেন, যদি যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে বা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত
করা হয় তাহলে কাজ ও তাপ পরষ্পরের সমতুল্য হবে।
গাণিতিক সমস্যাঃ
(১) ১ জুল সমান কত ক্যালরি? (২) ১ ক্যালরি সমান কত জুল?