এই অধ্যায় পাঠে আমরা প্রাণিজগতের ভিন্নতা ব্যাখ্যা করতে পারব, প্রাণিজগতের শ্রেণিকরণের ভিত্তি ও নীতি সম্পর্কে জানবো এবং নন-কর্ডাটা পর্বের প্রাণীকে প্রধান পর্ব পর্যন্ত বিন্যস্ত করতে পারব।
শিখনফলঃ হাইড্রার গঠন, খাদ্য গ্রহণ ওপরিপাক , চলন ও জনন , মিথোজীবিতা; ঘাসফড়িং এর গঠন, পরিপাক , সংবহন, শ্বসন ও রেচন , প্রজনন ও রুপান্তর, পুঞ্জাক্ষীয় ; রুই মাছের গঠন, রক্ত সংবহন তন্ত্র, শ্বসন ও বায়ুথলি , প্রজনন ও নিষেক এবং সংরক্ষণের গুরুত্ব।