বাস্তব সংখ্যা গণিতের সুপরিচিত একটি মৌলিক ধারণা। এই অধ্যায় থেকে আমরা বাস্তব সংখ্যা ও দশমিক ভগ্নাংশের শ্রেণীবিন্যাস শিখব। পাশাপাশি আবৃত্ত দশমিক ভগ্নাংশ, অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, সদৃশ ও বিসদৃশ দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারব।
বীজগাণিতিক রাশি বীজগণিতের অপরিহার্য মৌলিকবিষয়। এ অধ্যায়ের আলোচনা থেকে আমরা বীজগাণিতিক সুত্র প্রয়োগ করে বর্গ ও ঘনের সম্প্রসারণ শিখব। এছাড়াও ভাগশেষ উপপাদ্য থেকে উৎপাদকে বিশ্লেষণ এবং বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র প্রয়োগ শিখব।