ফ্লোয়েম (Phloem) টিস্যুর মাধ্যমে উদ্ভিদের পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। ফ্লোয়েম একটি সজিব টিস্যু। ভাস্কুলার বান্ডেল গঠনে ফ্লোয়েম জাইলেমের পরিপূরক হিসেবে কাজ করে। এই টিস্যু গঠিত নিম্নোক্ত তন্তু দ্বারা :
(১) সীভনল; (২) সঙ্গীকোষ; (৩) ফ্লোয়েম প্যারেনকাইমা; (৪) ফ্লোয়েম তন্তু
সিভকোষ:
- এরা বিশেষ ধরনের কোষ।
- দীর্ঘ, পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং জীবিত এ কোষ গুলো লম্বালম্বিভাবে একটির উপর একটি সজ্জিত হয়ে সিভনল গঠন করে।
- কোষগুলো চালুনির মত ছিদ্রযুক্ত সিভপ্লেট দিয়ে পরস্পর থেকে আলাদা থাকে।
- সিভকোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে একটি কেন্দ্রীয় ফাঁপা জায়গার সৃষ্টি হয় যেটা খাদ্য পরিবহনের নল হিসেবে কাজ করে।
- এদের প্রাচীর লিগনিনযুক্ত।
- পরিণত সিভকোষে কোন নিউক্লিয়াস থাকে না।
- সকল ধরনের গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গীকোষ এবং সিভনল থাকে।
- পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে পরিবহন করা এদের প্রধান কাজ।
সঙ্গীকোষ:
- প্রতিটি সিভকোষের সাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে ।
- এদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস বেশ বড়।
- ধারণা করা হয় ,এই নিউক্লিয়াস সিভকোষের কার্যাবলী কিছু পরিমাণে হলেও নিয়ন্ত্রণ করে।
- প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ।
- পাতলা প্রাচীর যুক্ত ।
- ফার্ন ও ব্যক্তবীজী উদ্ভিদে উপস্থিতি নেই।
ফ্লোয়েম প্যারেনকাইমা:
- ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা কোষগুলোই ফ্লোয়েম প্যারেনকাইমা।
- এদের কোষ সাধারণ প্যারেনকাইমার মত পাতলা কোষ প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম যুক্ত ।
- খাদ্য সঞ্চয় করে।
- খাদ্য পরিবহনে সহায়তা করে।
- ফার্ণ জাতীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে এরা থাকে।
- একবীজপত্রী উদ্ভিদের থাকে না।
ফ্লোয়েম তন্তু:
- স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে ফ্লোয়েম ফাইবার তৈরি হয় ।
- এগুলো এক ধরনের দীর্ঘ কোষ, যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে ।
- এদের বাস্ট ফাইবারও বলে।
- উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময়ে এ ফাইবার উৎপন্ন হয়।
- এসব কোষ প্রাচীরে কূপ দেখা যায়।
- ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলের সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত হয়।