সিস্টেম বা ব্যবস্থাঃ পরীক্ষা-নিরীক্ষার সময় জড় জগতের যে নির্দিষ্ট অংশ বিবেচনা করা হয় তাকে সিস্টেম বলে।সিস্টেম তিন প্রকার, যথা-বদ্ধ সিস্টেম, উন্মুক্ত সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম।
উদাহরণ : পিস্টযুক্ত সিলিন্ডারে আবদ...
আরও পড়ুন
সিস্টেম বা ব্যবস্থাঃ পরীক্ষা-নিরীক্ষার সময় জড় জগতের যে নির্দিষ্ট অংশ বিবেচনা করা হয় তাকে সিস্টেম বলে।সিস্টেম তিন প্রকার, যথা-বদ্ধ সিস্টেম, উন্মুক্ত সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম।
উদাহরণ : পিস্টযুক্ত সিলিন্ডারে আবদ্ধ কিছু গ্যাস।
তাপীয় সিস্টেমঃ রুদ্ধ তাপীয় প্রক্রিয়া,সমোষ্ণ প্রক্রিয়া, সমআয়তন প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া
রুদ্ধতাপীয় প্রক্রিয়াঃ যে তাপগতীয় প্রক্রিয়া বা পরিবর্তনে সিস্টেমের চাপ, আয়তন ও তাপমাত্রার পরিবর্তন হয়, কিন্তু সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যায় না বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে প্রবেশ করে না, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা রুদ্ধতাপীয় পরিবর্তন বলে।
যে তাপগতীয় প্রক্রিয়া বা পরিবর্তনে সিস্টেমের চাপ, আয়তন ও তাপমাত্রার পরিবর্তন হয়, কিন্তু সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যায় না বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে প্রবেশ করে না, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা রুদ্ধতাপীয় পরিবর্তন বলে।
dQ = dU + dW
⇒ 0 = dU + dW
⇒ dU = −dW
⇒ dW = −dU