গ্যাসের চাপের একক সমূহ হচ্ছেঃ Atmospheric pressure (atm), Pascal(pa), Kilo Pascal (kpa), mm(hg)
এইখানে আমাদের জানতে হবে কিভাবে আমরা এক একক থেকে অন্য এককে কনভার্ট করব। আর এই ক্ষেত্রে আমাদের দুইটি বিষয় মনে রাখতে...
আরও পড়ুন
গ্যাসের চাপের একক সমূহ হচ্ছেঃ Atmospheric pressure (atm), Pascal(pa), Kilo Pascal (kpa), mm(hg)
এইখানে আমাদের জানতে হবে কিভাবে আমরা এক একক থেকে অন্য এককে কনভার্ট করব। আর এই ক্ষেত্রে আমাদের দুইটি বিষয় মনে রাখতে হবে। যেমনঃ
১) 1 atm = 101325 pa ; ২) 1 atm = 760 mm(hg)
নিচের ভিডিওটিতে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারব।
গ্যাসের আয়তনঃ
গ্যাসের নির্দিষ্ট কোন আয়তন নেই। যে পাত্রে রাখা হয় গ্যাস তারই আকার ধারণ করে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ গ্যাস ২ টি ভিন্ন আয়তনের পাত্রে রাখা হলে তা ঐ পাত্রের আয়তন দখল করবে। আসলে গ্যাসের আয়তন বলতে বোঝায় তার বিচরণের ফাকা জায়গা। খুব সামান্য হলেও গ্যাসের অণুর একটা আয়তন আছে।
নিচের ভিডিওটি থেকে আমরা আরও বিস্তারিত ব্যাখ্যা পাব উদাহরণ সহ।