বয়েলের সূত্রঃ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ঐ গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ১৬৬২ খ্রিস্টাব্দে একজন অ্যাংলো-আইরিশ বিজ্ঞানী “রবার্ট বয়েল” বায়ুর চাপ সংক্রান্ত উপরের ধর্মটি আবিষ্কার করেন।
বয়েলের সূত্রে চাপ (p) ও আয়তন (v) নিয়ে আলোচনা করা হয়। আই সূত্রে তাপমাত্রা (T) আর অণুর মোল সংখ্যা (n) সবসম্য় aª“eK থাকে।
নিচের ভিডিওটিতে চিত্রসহকারে উদাহরণ দিয়ে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।