প্রাণীজগতে সর্বমোট ৩৩টি পর্ব রয়েছে। তবে আলোচনার সুবিধার জন্য বিজ্ঞানীগণ পর্বসমূহকে প্রধান ৯টি ভাগে ভাগ করেছেন। পূর্বের টিউটোরিয়ালে প্রথম ৪ টি পর্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এই উটোরিয়ালে পরের ৫টি পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। পর্বসমূহ হচ্ছেঃ মলাস্কা, Mollusca, এনিলিডা, Annelida, আর্থোপোডা, Arthropoda , একাইনোডারমাটা , Echinodermata, কর্ডাটা, Chordata.
মলাস্কা (Mollusca)
# এটি প্রাণিজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব।
# এদের দেহ নরম, মাংসল, অখণ্ডকায়িত,দ্বিপাশীয় প্রতিসম ও ত্রিস্তরী।
# এদের দেহ খোলক দ্বারা আবৃত থাকে। সেই খোলকের মধ্যে প্রাণী অবস্থান করে।
# অধিকাংশ প্রাণী সমুদ্রের লবণাক্ত পানিতে ও কিছু সংখ্যক স্বাদু পানিতে বাস করে।
উদাহরণ - শামুক, ঝিনুক
এনিলিডা (Annelida)
# এদের দেহ লম্বা, নলাকার, দ্বিপাশীয় প্রতিসম ও ত্রিস্তরী।
# দেহে প্রকৃত খন্ডকায়ন উপস্থিত অর্থাৎ আংটির মত অনেকগুলো খণ্ড নিয়ে দেহ গঠিত।
# নেফ্রিডিয়া নামক পেঁচানো নালিকা প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে
# এদের রক্তসংবহন তন্ত্র ও পৌষ্টিকতন্ত্র আছে।
উদাহরণ - কেঁচো, জোঁক
আর্থোপোডা (Arthropoda)
# এটি প্রাণিজগতের সবচেয়ে বড় পর্ব। পৃথিবীর তিন-চতুথাংশ প্রাণী এই পর্বের অন্তর্গত।
# এদের দেহ সন্ধিযুক্ত উপাঙ্গবিশিষ্ট, দ্বিপাশীয় প্রতিসম, খন্ডকায়িত।
# এদের পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ এবং
রেচনঅঙ্গ হলো মালপিজিয়ান নালিকা।
# এরা জলজ, স্থলজ, মুক্তজীবী, নিশ্চল হয়ে থাকে।
উদাহরণ - প্রজাপতি, তেলাপোকা
একাইনোডারমাটা (Echinodermata)
# এরা পঞ্চঅরীয় প্রতিসম, অখন্ডকায়িত, তারকাকার।
# দেহের ভিতরে সিলোম থেকে সৃষ্ট পানি সংবহনতন্ত্র রয়েছে। তবে রক্তসংবহন তন্ত্র ও রেচনতন্ত্র অনুপস্থিত।
# নালিকা পদ এদের চলন অঙ্গ। এটি শ্বসন ও খাদ্য আহরণেও সাহায্য করে।
# এরা সম্পূর্ণই সামুদ্রিক।
উদাহরণ - সমুদ্র তারা, সমুদ্র পদ্ম
কর্ডাটা (Chordata)
# মানুষের কাছে এই পর্বের প্রাণীরাই বেশী পরিচিত। মানুষ থেকে শুরু করে মাছ সবই এই পর্বের অন্তর্গত।
# এদের উন্নত মস্তিষ্ক, অন্তঃকঙ্কাল, ছিদ্রাল গলবিল, পায়ু, সংবেদ অঙ্গ থাকে।
# অপরিনিত অবস্থায় এদের নটোকড থাকে যা পরিণত অবস্থায় মেরুদণ্ডে রূপান্তরিত হয়।
# পূর্ণাঙ্গ হৃদপিন্ড থাকে যা অঙ্গীয়দেশে অবস্থান করে।
উদাহরণ - মানুষ, মাছ