অনুক্রম (Sequence)
যে রাশিগুলোকে একটি বিশেষ নিয়ম অনুসরণ করে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কীভাবে সম্পর্কিত তা জানা যায় তাদের সেটকে অনুক্রম বলা হয়। যেমন: { ২, ৪, ৬, ৮, ১০ …………}
জোড় সংখ্যার সেটটি একটি অনুক্রম। এই সেটের প্রতিটি রাশি তার পূর্বের পদের দ্বিগুণ এবং তার পরের পদের অর্ধেক। অর্থাৎ রাশিগুলোকে একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে ক্রমান্বয়ে সাজানো হয়েছে।
ধারা (Series)-
কোনো অনুক্রমের পদগুলো পরপর ‘+’ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা গঠিত হয়। যেমন:
২+৪+৬+৮+১০+……… ……
উপরের ধারার মধ্যে প্রথম ধারাটির পরপর দুইটি পদের পার্থক্য সমান।
২+৬+১৮+৫৪+১৬২+………………
এই ধারাটির ক্ষেত্রে পরপর দুইটি পদের অনুপাত সমান।
ধারার পদের সংখ্যার উপর নির্ভর করে ধারাকে দুইভাবে ভাগ করা যায়। যথা:
১। সসীম ধারা; ২। অসীম ধারা
আমরা নিম্নের ভিডিওটিতে এই বিষয়ে উদাহরণ ও গাণিতিক সমাস্যার সমাধান সহ আরও বিস্তারিত জানতে পারব।