প্রবাহীঃ যে পদার্থ প্রবাহিত হয় বা হতে পারে তাকে প্রবাহী বলে । তরল ও বায়োবীয় এ দুই শ্রেণির পদার্থ পরিবাহীর অন্তর্ভূক্ত।
প্রবাহীর চাপঃ কোন তলে স্...
আরও পড়ুন
প্রবাহীঃ যে পদার্থ প্রবাহিত হয় বা হতে পারে তাকে প্রবাহী বলে । তরল ও বায়োবীয় এ দুই শ্রেণির পদার্থ পরিবাহীর অন্তর্ভূক্ত।
প্রবাহীর চাপঃ কোন তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তার মানকে প্রবাহীর চাপ বলে ।
যদি একটি তলের ক্ষেত্রফল A এবং প্রবাহি দ্বারা প্রযুক্ত বল F হয় তবে চাপ, 
প্লবতাঃ তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে উর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে প্লবতা বলে। প্লবতা মান বস্তুর নিমজ্জিত অংশ কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান হয়।