তরল পদার্থের ভিতরে কোনো বিন্দুতে চাপ বলতে ঠিক ঐ বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বুঝায়।
মনে করি, একটি পাত্রে কিছু পরিমাণ তরল পদার্থ আছে।
ধরা যাক, &n...
আরও পড়ুন
তরল পদার্থের ভিতরে কোনো বিন্দুতে চাপ বলতে ঠিক ঐ বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বুঝায়।
মনে করি, একটি পাত্রে কিছু পরিমাণ তরল পদার্থ আছে।
ধরা যাক, পাত্রের ভূমির ক্ষেত্রফল = A; তরলের ঘনত্ব = 
তরলের গভীরতা = h; অভিকর্ষজ ত্বরণ = g
তাহলে তরলের কোন বিন্দুতে চাপ, 
অর্থাৎ স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ ঐ বিন্দুর গভীরতা ও ঘনত্বের সমানুপাতিক। সুতরাং তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে এবং ঘনত্ব বাড়লেও চাপ বাড়ে।
নিম্নের টিউটোরিয়ালটিতে স্থির তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ সম্পর্কে গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে।