(পরিফেরা স্বভাব ও বাসস্থান-)
সাধারণভাবে স্পন্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে।
(নিডারিয়া স্বভ...
আরও পড়ুন
(পরিফেরা স্বভাব ও বাসস্থান-)
সাধারণভাবে স্পন্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে।
(নিডারিয়া স্বভাব ও বাসস্থান-) পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। অধিকাংশ প্রজাতি সামুদ্রিক।অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝরনা ইত্যাদিতে দেখা যায়। কিছু প্রজাতি এককভাবে আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে। সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছু সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে।
(প্লাটিহেলমিথেস স্বভাব ও বাসস্থান-) জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। বহু প্রজাতির বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবদেহের বাইরে বা ভিতরে বসবাস করে। কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। কোন কোন প্রাণী ভেজা ও সেঁতসেঁতে মাটিতে বাস করে ।