ফ্লুইড মোজাইকমডেল অনুসারে কোষঝিল্লি দুটি স্তরে বিন্যস্ত থাকে। প্রতিটি স্তর ফসফোলিপিড দিয়ে গঠিত। ফসফোলিপিড স্তরে প্রোটিন অণুু বিক্ষিপ্ত অবস্থায় অবস্থান করে। এ ছাড়া কার্বোহাইড্রেট ও অন্যান্য উপাদানও ফসফোলিপিডের মধ্যে এলোমেলোভাবে মিশে থাকতে পারে। ফসফোলিপিড অণুগুলো সব সময় সচল থাকে। পরস্পরের সঙ্গে ঠেকাঠেকি করে লাফিয়ে ওঠে এবং স্তরের মধ্যেই স্থান পরিবর্তন করে। ঝিল্লিকে তখন তরল পদার্থের মতো মনে হয়। অন্যদিকে ঝিল্লিটিকে পৃষ্ঠতল থেকে দেখলে প্রোটিন অণুগুলোকে মোজাইকের মতো দেখায়। এ অবস্থাকে এককথায় বোঝানোর জন্য ঝিল্লির মডেলের নাম হয়েছে ফ্লুইড মোজাইক মডেল।