দৈনন্দিন জীবনে কোন কিছু করাকে কাজ বললেও পদার্থ বিজ্ঞানে কাজ বলতে বল এবং সরণ সংক্রান্ত একটি বিশেষ অবস্থাকে বোঝায় । কোন বস্তুর ওপর বল প্রয়োগ বিন্দুর কিছু সরণ ঘটে – তাহলেই কেবল কাজ হয় ।কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের দিকে বস্তুটির সরণ ঘটে তাহলে বল ও সরণের গুণফলকে কাজ বলে।
কাজের পরিমাণ নির্ভর করে প্রযুক্ত বলের উপর এবং দূরত্বের উপর। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফল দ্বারা কাজ পরিমাপ করা হয়। সুতরাং,
কাজ = বল
বলের দিকে অতিক্রান্ত দূরত্ব
কোনো বস্তুর উপর F বল প্রয়োগে যদি বস্তুটি বলের দিকে S দূরত্ব
অতিক্রম করে তবে কৃত কাজ W হবে,
W=F
S
কাজের কোনো দিক নেই। কাজ একটি স্কেলার রাশি।
কাজের মাত্রা : কাজের মাত্রা হবে বল
সরণের মাত্রা
কাজ = বল
সরণ = ভর
ত্বরণ
সরণ
![herefore [W]=[ML^2T^{-2}]](https://latex.codecogs.com/gif.latex?%5Ctherefore%20%5BW%5D%3D%5BML%5E2T%5E%7B-2%7D%5D)
কাজের একক : কাজের একক হবে নিউটন-মিটার (N-m)। একে জুল বলা হয়। জুলকে J দিয়ে প্রকাশ করা হয়। কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে এক মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল বলে।