আয়তলেখঃ গণসংখ্যা নিবেশনের একটি লেখচিত্র হচ্ছে আয়তলেখ। এইটি অংকনের জন্য ছক কাগজে x ও y- অক্ষ আঁকা হয়। x-অক্ষ (ভূমি) বারাবর শ্রেণিব্যাপ্তি এবং y-অক্ষ (উচ্চতা) বরাবর গনসংখ্যা দেখানো হয়।
পাইচিত্রঃ অনেক সময় সংগৃহীত পরিসংখ্যান কয়েকটি উপাদানের সমষ্টি দ্বারা গঠিত হয় অথবা কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয়। এ সকল ভাগকে একটি বৃত্তের অভ্যন্তরে বিভিন্ন অংশে প্রকাশ করলে যে লেখচিত্র পাওয়া যায় তাই পাইচিত্র।
নিচের ভিডিও টিউটোরিয়ালে আমরা আয়তলেখ ও পাইচিত্র সম্পর্কে জানতে পারব।